পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

পঞ্চগড় প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৪

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় সুমন ইসলাম (৩০) নামের এক বাসচালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দেবীগঞ্জ-ডোমার  সড়কের ফার্মগেট মাদ্রাসা এলাকায় ঘটে।

সুমন উপজেলার পামুলি ইউনিয়নের শান্তিরহাট এলাকার হাসিবুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে সুমন ঢাকা থেকে যাত্রীবাহী একটি নৈশকোচ নিয়ে দেবীগঞ্জের কালিগঞ্জে আসে। সেখানে যাত্রী নামিয়ে দিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। পথে ফার্মগেট মাদ্রাসার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের এঙ্গেলের সঙ্গে প্রথমে বাসটির ধাক্কা লাগে, তারপর সেটা চালকের শরীরে ঢুকে যায়। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর