নীলফামারীর ডোমারে ৮৯ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ আব্দুর রহিম (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
আব্দুর রহিম লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যে গড্ডিমারী গ্রামের হিরণ আলীর ছেলে।
শনিবার(১৭ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি গ্রামের সরকারপাড়ার পুরাতন মসজিদ এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুর রহিমকে আটক করা হয়। এ সময় তার কাছে ৭৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তল্লাশিকালে লিটন হোসেন (২৬) নামে মোটরসাইকেলটির আরেক আরোহী পালিয়ে যায়। লিটন একই এলাকার খলিলুর রহমানের ছেলে।
ডোমার থানা অফিসার ইন-চার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে