ঢাকার ৭০ জায়গায় বায়ুদূষণ ৫ গুণ বেশি

২১ মার্চ ২০২১

বায়ুদূষণের মাত্রার আদর্শ মানের চেয়ে ৫.২ গুণ বেশি দূষিত ঢাকার ৭০ জায়গার বাতাস। অভিজাত আবাসিক এলাকাতে দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে  দূষণের মাত্রা। ঢাকা শহরের ৭০টি স্থানের বায়ু দূষণ সমীক্ষা-২০২০  শীর্ষক ক্যাপস এর বৈজ্ঞানিক গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। শনিবার (২০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন হয়।  
  
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথভাবে এই সম্মেলন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার ৫ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। ২০২০ সালে বাংলাদেশের বাতাসে বায়ুদুষনের আদর্শ মানের চেয়ে গড়ে সাড়ে ৫ গুণ বেশি ছিল ধুলিকণার পরিমাণ, ৭৭.১ মাইক্রোগ্রাম। অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত রাস্তা খোড়াখুড়ি ও নির্মাণ কাজ থেকে  ৩০ ভাগ, ইটভাটা ও শিল্প কারখানা থেকে ২৯ ভাগ, যানবাহনের কালো ধোয়া থেকে ১৫ ভাগ এবং বাকি ১০ ভাগ আন্তঃদেশীয় বায়ুদূষণ এবং ৯ ভাগ গৃহস্থালি ও রান্নার চুলা থেকে নির্গত দূষণ।

সংবাদ সম্মেলনে  বায়ুদষণ থেকে বাঁচতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘ মেয়াদি সুপারিশ করা হয়। স্বল্পমেয়াদী সুপারিশে বলা হয়- মাস্ক ব্যবহার করা, প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা পরপর পানি ছিটানোর ব্যবস্থা করা, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, রাস্তার ধুলা সংগ্রহে সাকশন ট্রাক ব্যবহার করা, অবৈধ ইটভাটা বন্ধ করা, ফিটনেট বিহীন গাড়ি নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে সবাইকে কাজ করতে হবে। সংবাদ সম্মেলনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী,বাপা’র যুগ্ম সম্পাদক এবং স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার উপস্থিত ছিলেন। 

এমকে


মন্তব্য
জেলার খবর