শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল

নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারী ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ লড়াই জমে উঠেছে তিন দল- লিভারপুল, আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে। পয়েন্ট টেবিলে কে কার উপরে থাকবে সেটা নিয়ে লড়াইটা যেন শ্বাসরুদ্ধকর।

শনিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে নামে ব্রেন্টফোর্ড আর  লিভারপুল। এ ম্যাচে  ব্রেন্টফোর্ডকে - গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অলরেডরা।

ম্যঅচে লিভারপুলের চারটি গোল করেন ডারউইন নুনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, মোহাম্মদ সালাহ এবং কোডি গাকপো। বিপরীতে ব্রেন্টফোর্ডের একমাত্র গোল করেন ইভান টোনি। জয়ের মধ্য দিয়ে চলমান লিগের টেবিলে ২৫ ম্যাচ ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা পেল অলরেডরা।

ম্যাচের ৩৫তম মিনিটে গোলের সূচনা করেন উরুগুইয়ান তারকা ডারউইন নুনেজ ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ৬৮ মিনিটে ‍তৃতীয় গোল করেন মোহাম্মদ সালাহ। আর ৮৬তম মিনিটে শেষ গোলটি আসে ডাচ তারকা কোডি গাকপোর কাছে থেকে। মাঝে ৭৫তম মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে এক গোলের ব্যবধান কমান ইভান টোনি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর