সাতক্ষীরার শ্যামনগরে ৯৯ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেলের তিন আরোহীকে আটক করা হয়েছে। রোববার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গাবুরা সুইচ গেইট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সেই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএম মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃতরা- শ্যামনগর উপজেলার আব্দুল গফুর (৩৫), মুকুল হোসেন (৩৪) ও মেহেদী হাসান (২৫)।
কোস্ট গার্ডের কর্মকর্তা মুনতাসিন ইবনে মহাসিন জানান, তাদের একটি দল সুন্দরবন সংলগ্ন এলাকায় রুটিন অভিযান চালাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলর তিন আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছে ৯৯ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে