১৬ দিনের রেমিট্যান্স ১১৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারী ২০২৪

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে ১১৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বৈধপথে ব্যাংকিং চ্যানেলে আসা এ রেমিট্যান্স বাংলাদেশি মূদ্রায় ১২ হাজার ৬৫০ কোটি টাকা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে। গত জানুয়ারি মাসে দেশে ২১০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

 

প্রাপ্ত তথ্য মতে এ ১৬ দিনে আসা রেমিট্যান্সের ধ্যে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, ৯৫ কোটি ৬৫ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৮৪ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে কোটি ২৫ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ লাখ মার্কিন ডলার এসেছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর