সেচমোটর চালু করার সময় বিদ্যুৎপৃষ্টে আব্দুস সামাদ পাড় (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের দাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস সামাদ পাড় একই এলাকার মৃত ছহিল পাড়ের উদ্দিনের ছেলে।
আব্দুস সামাদের পরিবারের বরাত দিয়ে কালিগজ্ঞ থানার সহকারী উপপরিদর্শক ফরহাদ হোসেন বলেন, ওই কৃষক তার বাড়ির পাশে আবাদি ধানের জমিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করেছিলেন।
এ সময় বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে লাশ দেখতে পেয়ে ঘটনাটি পুলিশকে জানায় স্থানীয়রা।
এ দুর্ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে