ফরচুন বরিশালে তরুপের তাস মিলার!

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারী ২০২৪

চলতি বিপিএলে দেশি-বিদেশে তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে যুক্ত রয়েছেন শেহজাদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ। এবার ফরচুন বরিশালের হয়ে চলমান বিপিএলে খেলবেন ডেভিড মিলার। চলতি সপ্তাহেই যোগ দেওয়ার কথা রয়েছে এ প্রোটিয়া ব্যাটারের।

আগামী ২১ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মিলার। বরিশালের হয়ে খেলবেন পরবর্তী প্লে অফের ম্যাচ। বরিশালের শিরোপা স্বপ্নে  তিনি হতে পারেন তুরুপের তাস।

১০ ম্যাচ শেষ করে মুহূর্তে প্লে-অফের অপেক্ষায় আছে বরিশাল। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল।

দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেও ১৪ পয়েন্ট নিয়ে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ যে কোনো একটি হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল। ১৯ ফেব্রুয়ারি রংপুর রাইডার্স ও ২৩ ফেব্রুয়ারি কুমিল্লার বিপক্ষে খেলার সিডিউল তাদের।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর