সরকারের দেওয়া দাওয়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন।তাই তাকে সব ধরনের সুরক্ষা দেওয়া হবে। শনিবার (২০ মার্চ) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি আরও বলেছেন, মোদির সফর নিয়ে কয়েকটি গোষ্ঠী বিরোধীতা করলেও এই নিয়ে মোটেও চিন্তিত নয় সরকার। আমাদের যে প্রোগ্রাম আছে, সেভাবেই হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দশ দিনব্যাপী ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৬-২৭ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা সফর করার কথা রয়েছে। তার সফর নিয়ে দেশের কয়েকটি সংগঠনের বিরোধীতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে ভিন্ন মতের, বিভিন্ন দলের লোক আছে এবং যার যা মত আছে, সেটি প্রকাশের স্বাধীনতা আছে।
মন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, অনেক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান আসছেন এবং কেউ কেউ বিভিন্ন প্রচারণা করছেন যাতে করে তারা না আসে; এটি তাদের বক্তব্য। তিনি জানান, মোদির রাজনীতি আমাদের জন্য উদ্বেগের নয়। তিনি আমাদের মেহমান। দেশের কোভিড পরিস্থিতির কারণে তার বাংলাদেশ সফরে কোনও পরিবর্তনের আশঙ্কা নেই।
এমকে