লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় ৪ ক্লিনিক সীলগালা করা হয়েছে। এর মধ্যে ২টি ক্লিনিককে ১০ হাজার টাকা জমিরানা করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
সীলগালা করা ক্লিনিক ৪টি হচ্ছে- শহরের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, সানজানা ক্লিনিক এবং আস্থা ক্লিনিক ও পাটকেলঘাটার পপুলার ক্লিনিক। এর মধ্যে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এবং সানাজানা ক্লিনিকের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহাদ জামিল, সহকারী কমিশনার (ভূমি) সদর সুমনা আইরিন উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ৩টি ক্লিনিক ও পাটকেলঘাটার একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে