নওগাঁর রাণীনগরে একটি ক্লাব ঘরে মজুত রাখা ২ হাজার ১৯০ কেজি চাল জব্দ করা হয়েছে। সরকারের ভিজিডি কর্মসূচির এ চাল সুবিধাভোগীদের কাছে থেকে কিনে সেখানে মজুত করছিল স্থানীয় কিছু ব্যবসায়ী। উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি ক্লাব ঘর থেকে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম এ চাল জব্দ করেন। পরে এ চাল তিনটি এতিমখানা-মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
রাণীনগর উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান জানান, এদিন সকাল থেকে কাশিমপুর ইউনিয়ন পরিষদে ভিজিডির কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় কিছু মুনাফালোভী ব্যবসায়ী ওই সব সুবিধাভোগীর কাছ থেকে সরকারি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এ চাল কিনে নেয়। পরে এ চাল পরিষদের পার্শ্বে একটি ক্লাবঘরে মজুদ করছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। সেখানে চাল ব্যবসায়ী কাউকে না পাওয়ায় ওই ক্লাব ঘর থেকে দুই হাজার ১৯০কেজি চাল জব্দ করা হয়। পরে জব্দ করা চাল তিনটি এতিমখানা-মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান।
বিডি২৪অনলাইন/সি/এমকে