সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তের খারহাট এলাকায় ইছামতি নদী থেকে সোমবার ( ২০ ফেব্রুয়ারি) দুপুরে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
তার আগে মাছ ধরার ফাঁস জালে আটকে থাকা লাশটি দেখে পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পে খবর দেন স্থানীয়রা।
পরে বিজিবি ক্যাম্পের সদস্যরা বিষয়টি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
কালিগজ্ঞ থানার উপপরিদর্শক ফাহাদ হোসেন জানান, লাশটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ব্যক্তি বাংলাদেশ নাকি ভারতের নাগরিক, সেটা শনাক্ত করা যায়নি।
ধারণা করা হচ্ছে, চোরাকারবারি বা গরুর রাখাল ছিলেন তিনি। মালামাল নিয়ে নদী পারাপারের সময় ভারতের সীমান্তরক্ষী বিএসএফের টহল স্পিডবোর্ডের পাখায় তার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে।
কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, এখন পর্যন্ত তার কোন নাম-পরিচয় মেলেনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে