তালায় বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ

সাতক্ষীরা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারী ২০২৪

 

সাতক্ষীরার তালা উপজেলার কলিয়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির  অভিভাবক সদস্য নির্বাচন কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়টির মাঠে এ ঘটনা ঘটে।  পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- স্থানীয় যুবলীগ নেতা আফজাল হোসেন (৩৫), তার স্ত্রী রাজিয়া সুলতানা (২৫) মা কুলছুম বেগম (৫৫) আলিনুর ইসলাম (৪০)

আহত আফজাল হোসেন জানান, ক্ষমতার প্রভাব খাটিয়ে দুটি  শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির পদ দখলে রেখেছেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান।

এ অবস্থায় এলাকাবাসীর দাবি- নির্বাচনের মাধ্যমে স্কুলে অভিভাবক সদস্য নির্বাচিত করার। কিন্তু সে দাবি উপেক্ষা করে আব্দুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যোগসাজসে কমিটি গঠনের অপচেষ্টা করছে।

তিনি জানান, এতে বাধা দিলে আব্দুর রহমান গং তার ‍ওপর হামলা চালায়। এ সময় তার  বৃদ্ধা মা স্ত্রী  এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। পরে গ্রামের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রধান শিক্ষকের কক্ষে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবিদা সুলতানা বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে অভিভাবক সদস্য নির্বাচনের জন্য  আজ সব অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু হঠাৎ  মাঠে মারামারি শুরু হয়। এতে জন আহত হয়েছে।পুলিশ এসে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

অভিযোগ অস্বীকার করে সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনের জন্য প্রধান শিক্ষিকা সব অবিভাবককে বিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। তাদের উপস্থিতে নির্বাচন চলাকালে আফজাল হোসেন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে মাঠের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় তিনি নিজেকে বাঁচাতে অফিসকক্ষে এসে আশ্রয় নেন।

 

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর