রাজশাহীতে ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ প্রদর্শনী শুরু

রাজশাহী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারী ২০২৪

রাজশাহী মহানগরীর বড়কুঠি মুক্তমঞ্চ প্রাঙ্গনে ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভের পাঁচ দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা বঙ্গবচন সেখানে পাঁচ দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। এ মেলার আঠারো নং স্টলে প্রদর্শনী চলছে।

চলচ্চিত্র, নাটক সঙ্গীতসহ সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ইতিহাসের সঙ্গে জড়িত দূর্লভ, দুষ্প্রাপ্য বিভিন্ন পণ্য উপকরণ সামগ্রী সংরক্ষণ প্রদর্শন করা হয়েছে এখানে। এর মধ্যে রয়েছে ১৬শ’ দশকে উদ্ভাবিত স্লাইড প্রোজেক্টরম্যাজিক লণ্ঠন’, ‘বায়োস্কপ১৯৪০ সালের দিকের এইট এমএম সুপার এইট এমএম মুভি ক্যামেরা এবং প্রজেক্টর, বিভিন্ন সময়কালের রেডিও, টেলিভিশন, টাইপরাইটার ইত্যাদি।

বিডি২৪ অনলাইন/মানিক হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর