মন্তব্য
রাজশাহী মহানগরীর বড়কুঠি মুক্তমঞ্চ প্রাঙ্গনে ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভের পাঁচ দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।
সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা ও বঙ্গবচন সেখানে পাঁচ দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। এ মেলার আঠারো নং স্টলে এ প্রদর্শনী চলছে।
চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতসহ সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ইতিহাসের সঙ্গে জড়িত দূর্লভ, দুষ্প্রাপ্য বিভিন্ন পণ্য ও উপকরণ সামগ্রী সংরক্ষণ ও প্রদর্শন করা হয়েছে এখানে। এর মধ্যে রয়েছে ১৬শ’ দশকে উদ্ভাবিত স্লাইড প্রোজেক্টর ‘ম্যাজিক লণ্ঠন’, ‘বায়োস্কপ’ ১৯৪০ সালের দিকের এইট এমএম ও সুপার এইট এমএম মুভি ক্যামেরা এবং প্রজেক্টর, বিভিন্ন সময়কালের রেডিও, টেলিভিশন, টাইপরাইটার ইত্যাদি।
বিডি২৪ অনলাইন/মানিক হোসেন/সি/এমকে