মন্তব্য
জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর নতুন দায়িত্ব দেওয়া হয়েছে টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। এখন থেকে নারী ক্রিকেটে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নতুন দায়িত্ব দেওয়ার পর বিসিবি পরিচালক ও মহিলা উইং কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জোতির সঙ্গে বাশারের একটি ছবিও প্রকাশ করেছে বিসিবি।
গত ১২ ফেব্রুয়ারি বিসির নির্বাচক প্যানেল ভেঙে নতুন প্যানেল গঠন করা হয়। তিন সদস্যের এ প্যানেলে আগের প্যানেলের নান্নু এবং সুমনকে বাদ দেওয়া হয়। কিন্তু আরেক সদস্য আব্দুর রাজ্জাকের মেয়াদ বাড়ানো হয়।
বিডি২৪অনলাইন/এস/এমকে