মন্তব্য
সাতক্ষীরা সাতক্ষীরা সদর উপজেলায় খুলনা মহাসড়কে ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানটির চালক রাসেলের (২৭) মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাল তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেল খুলনা জেলার ডুমুরিয়া এলাকার বাসিন্দা। প্রতক্ষদর্শীরা জানায়, নিজের ভ্যান নিয়ে সাতক্ষীরা শহর থেকে পাটকেলঘাটারর দিকে যাচ্ছিলেন রাসেল। পথে তালতলা বিজিবি ক্যাম্প এলাকায় রাস্তার স্প্রিড বেকার পার হওয়ার সময় ভ্যান থেকে ছিটিকে পড়েন তিনি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাটি স্থানীয়রা পুলিশকে জানায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে