দিনে দুপুরে চুরি করে পালানোর সময় পাপিয়া খাতুন (৩০) নামে এক নারীকে ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে সেপার্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিত এলাকায় ঘটনাটি ঘটে। পাপিয়া খাতুন সদর উপজেলার বকচরা গ্রামের খোরশেদের মেয়ে ।
স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান আলম জানান, তার ফুফাতো ভাই কামরুলের বাসা মুনজিতপুরে। সকালে বাড়িতে কেউ ছিল না।
এ সুযোগে পাপিয়া দরজা ভেঙে ঘরে ঢোকে। পরে সেই ঘর থেকে মুল্যবান জিনিসপত্র নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে।
সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আলতাফ হোসেন বলেন, চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা ওই নারীকে আটক করে আমাদেরকে খবর দেয়। তার দেহ তল্লাশি চালিয়ে ৭পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে