মন্তব্য
দেশের জনগণ ভোট দিতে পারছেন না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হারা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
প্রশ্ন রেখে রিজভী বলেন, দেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার দাবি করে আসছে। স্বাধীনতার ৫২/৫৩ বছর পরও কেনো আজ এ দাবি করতে হচ্ছে?
রিজভী বলেন, বিএনপিসহ সমমনা দলগুলোর যে এক দফা আন্দোলন চলছে, সেই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি বাহান্নর ভাষা আন্দোলনের এ ২১ ফেব্রুয়ারি।
সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে বিজয় করতে হবে বলেও জানান রিজভী ।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে