আমরা গণতন্ত্র-ভোটাধিকার হারা : রিজভী

নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারী ২০২৪

দেশের জনগণ ভোট দিতে পারছেন না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা গণতন্ত্র, মানবাধিকার ভোটাধিকার হারা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন।

প্রশ্ন রেখে রিজভী বলেন, দেশের জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার দাবি করে আসছে। স্বাধীনতার ৫২/৫৩ বছর পরও কেনো আজ দাবি করতে হচ্ছে?

রিজভী বলেন, বিএনপিসহ সমমনা দলগুলোর যে এক দফা আন্দোলন চলছে, সেই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি বাহান্নর ভাষা আন্দোলনের ২১ ফেব্রুয়ারি।

সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার মতপ্রকাশের স্বাধীনতাকে বিজয় করতে হবে বলেও জানান রিজভী ।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর