আটঘরিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ ‌দিবস পালিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারী ২০২৪

পাবনার আটঘরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আর এর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।  

প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা  নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, ওসি হাদিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল আজিজ, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি- জিএম আশরাফ আলী প্রমুখ।

 

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আটঘরিয়া পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এদিন সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।  ওদিকে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রভাত ফেরী, আলোচনা সভা, রচনা চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর