পঞ্চগড়ে নিখোঁজের দশদিন পর হাজেরা খাতুন (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের ডাটুয়ার পামলালপাড়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাজেরা খাতুন ঠাকুরগাঁও জেলার গড়েয়া গোপিকান্তপুর এলাকার আব্দুল হেলিমের মেয়ে। প্রতিবন্ধী হওয়ায় বাবার বাড়িতেই থাকতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডোবায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করার পরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
দেবীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে