মন্তব্য
পাবনার আটঘরিয়ায় সিঁদ কেঁটে লাখ টাকা চুরি করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে মাজপাড়া পশ্চিমপাড়া গ্রামে রুবেল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
রুবেশ শেখ পেশায় ব্যবসায়ী।পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল শেখ প্রতিদিনের মতো তার দোকান বন্ধ করে রাতে বাড়িতে ফিরেন। এরপর খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। সকালে চুরির বিষয়টি টের পান।
রুবেল শেখ জানান, তার ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণের চেন, কানের দুলসস অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে। পরপর তিনবার তার বাড়িতে চুরি হয়েছে।
এদিকে গ্রামবাসী বলছেন, আমরা সিঁদেল চোরের আতংকে আছি।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে