২২ লাখ টাকার ভারতীয় ওষুধসহ একজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী ২০২৪

সাতক্ষীরা শ্যামনগরে  প্রায় ২২ লাখ টাকা ভারতীয় ওষুধসহ একজনকে আটক করেছেন সাতক্ষীরা  কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে পাঁচ নদীর মোহনা কালিন্দি নদী থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আরিফ হোসেন (৩৩) তিনি  শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের সামছুর শেখের ছেলে।  

সাতক্ষীরা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, ওই লোক অবৈধভাবে ভারত থেকে নদীপথে বিপুল ওষুধ নিয়ে বাংলাদেশে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময়  একটি কাঠের ডিঙি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর