ক্ষুধা-অপুষ্টি ভুগছে হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৪

দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। সেখানে হাজার হাজার মানুষ ক্ষুধা অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের খাদ্য সংস্থা গাজার উত্তরাঞ্চলে খাদ্য বিতরণ বন্ধ করার পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি উদ্বেগ প্রকাশ করেছেন। খবর বার্তাসংস্থা আনাদোলু।

খবরে বলা হয়েছে,  গত মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ডব্লিউএফপি বলেছে, ব্যাপক বিশৃঙ্খলার কারণে তাদের সহায়তা কনভয়গুলো সম্পূর্ণরূপে বিপর্যয় এবং সহিংসতার সম্মুখীন হয়েছে। সিদ্ধান্ত সহজভাবে নেওয়া হয়নি। ব্যাপক ভিড়, বন্দুকযুদ্ধ এবং লুটপাটের সম্মুখীন হয়েছেন তাদের সদস্যরা।

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, উত্তর গাজায় এখনও অন্তত লাখ মানুষ রয়েছেন, যারা বেঁচে থাকার জন্য তাদের সহায়তার ওপর নির্ভর করছেন। তীব্র সংঘাতের কারণে উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণ খুবই কম হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর নিরাপত্তা ছাড়পত্রের ওপর নির্ভর করে অল্প পরিমাণে সহায়তা বিতরণ হয় সেখানে।

সম্প্রতি ডব্লিউএফপি এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের যৌথ প্রতিবেদনে দেখা গেছে, গাজার উত্তরে পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। ডব্লিউএফপি বলছে, উত্তরাঞ্চলের বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দুই বছরের কম বয়সী ১৫ শতাংশেরও বেশি শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে।

গত অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত শুরু হওয়ার পরে থেকে এখন পর্যন্ত ২৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী শিশু। আহত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। আর ইসরায়েলি আগ্রাসনের কারণে নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর