শ্রীলঙ্কা সিরিজ খেলছেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারী ২০২৪

আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চোখের সমস্যার কারণে এ সিরিজ খেলা হচ্ছে না  অলরাউন্ডার সাকিব আল হাসানের।

শ্রীলঙ্কা সিরিজে তারটুটালি ব্রেক’ নেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

বিশ্বকাপে দলের সঙ্গে ব্যক্তিগত পারফম্যান্সেও ভালো করতে পারেননি সাকিব। বিপিএলের প্রথম দিকে একই সঙ্কটে ভুগলেও ক্রমেই নিজেকে ফিরে পেয়েছেন সাবেক অধিনায়ক।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চ ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে দুটি টেস্ট খেলবে তারা

সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। সিলেটে , মার্চ হবে টি-টোয়েন্টির ম্যাচ। এরপর চট্টগ্রামে ১৩, ১৫ ১৮ মার্চ হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সিরিজের প্রথম টেস্ট সিলেটে শুরু হবে ২২ মার্চ। আর দ্বিতীয় শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ৩০ মার্চ।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর