সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই হজযাত্রীর, আহত-৩

নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারী ২০২৪

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই জন হজযাত্রী নিহত হয়েছেন। আর তিন জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)  সকালে নওয়াপাড়া এলাকায় পিকআপ ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী হজযাত্রী ফজিলা খাতুন (৫০) লক্ষিখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম (৫৫)

আহতরা হলেন, গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান (৪৮) তার স্ত্রী রেশমা খাতুন (৩৮) এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির (৪৭)

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বিশ্বজিৎ কুমার অধিকারী  জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা হজযাত্রীবাহী একটি ইজিবাইক নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন হজযাত্রী নিহত হন। আহতদের  এলাকাবাসী উদ্ধার করে আশাশুনি উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরো জানান, ঘটনায় পিকআপ ব্যাটারিচালিত ইজিবাইক ড্রাইভার দুইজন পালিয়ে যায়।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর