বাংলাদেশ ও ভারত সীমান্ত সাতক্ষীরার হাড়দ্দাহ এলাকায় ইছামতি নদীর চর থেকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ’র এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে লাশটি উদ্ধার করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী- বিজিবি।
বিএসএফের ওই সদস্যের নাম রিয়াজুল ইসলাম (৩০)। তিনি সৈনিক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরা ১৭ বিজিবির শাখরা টাউন শ্রীপুর কোম্পানী কমান্ডার সুবেদার মুজিবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় ওই নদীতে ভারতীয় বিএসএফের একটি টহল ট্রলার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় একজন সৈনিক নিখোঁজ ছিলেন।
শুক্রবার সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের লাশ দক্ষিণ হাড়দ্দহ বালুচরে পড়ে থাকতে দেখা যায়। পরে বিএসএফ কর্মকর্তারা তার লাশ নিয়ে যায়। তার কাছে থেকে অস্ত্র উদ্ধার হলেও একটি ওয়ারলেস পাওয়া যায়নি বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে