ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাতক্ষীরায় স্বল্প সময়ের মধ্যে তরুণ তরুণীদের জন্য ১৩০ কোটি টাকা ব্যয়ের শেখ কামাল ডিজটাল কম্পিউটার ল্যাব তৈরি হবে। এ ট্রেনিং সেন্টারে প্রতিবছর ২ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া সাতক্ষীরার ৭ উপজেলাতেও কম্পিটারে ল্যাব হবে। এর মাধ্যমে প্রতিবছর ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি হবে।
শুক্রবার (২৩ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমিতে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে সাতক্ষীরা জেলার স্কুল কলেজ, মাদ্রাসা ভুমি অফিসে হাই স্প্রিড ইন্টারনেট সেবা দেওয়া হবে। খুব শিগ্রই দেশের মানুষ অল্প মূল্যে হাই স্প্রিড ইন্টার নেট সেবা পাবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশে স্মার্ট পোষ্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- হার পাওয়ার প্রকল্পের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আফম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফজলুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলার হারপাওয়ার প্রকল্পের প্রশিক্ষনরত শিক্ষার্থী টুম্পা খাতুন, সদর উপজেলার নাজমিন নাহার তাসমিন, কলারোয়ার চম্পক লতা প্রমূখ।
বিডি২৪অনলাইন/সি/এমকে