ঘরোয়া আসরে খেলা ভারতের ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু সেটাকে বুড়াঙ্গুল দেখিয়ে রঞ্জি ট্রফিতে খেলেননি কেন্দীয় চুক্তিতে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষাণ রয়েছেন। নির্দেশনা অমান্য করায় এ দুই ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
সর্বশেষ চুক্তি অনুসারে ‘গ্রেড বি’ র খেলোয়াড় হিসেবে আইয়ার বছরে ৩ কোটি এবং ‘গ্রেড সি’র খেলোয়াড় হিসেবে কিষান ১ কোটি রুপি করে বেতন পেতেন।
খবরে বলা হয়েছে, নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য খেলোয়াড় তালিকা প্রায় গুছিয়ে এনেছেন ভারত ক্রিকেট দলের নির্বাচকেরা। শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। বিসিসিআইয়ের জোর তাগাদার পরও ঘরোয়া ক্রিকেটে না খেলায় তনতুন চুক্তিতে আইয়ার ও কিষানকে রাখা হচ্ছে না। এর আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের চিঠি দিয়ে এ বিষয়ে সাবধান করেছিলেন বিসিসিআই সচিব।
বিডি২৪অনলাইন/এস/এমকে