নওগাঁর রাণীনগরে অবৈধভাবে পুকুর খননসহ ইটভাটায় মাটি সরবরাহ করায় দুই ট্রাক চালককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাটি ব্যবসায়ী ও ট্রাক চালকসহ আরো ৫ জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি ট্রাকটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। শুক্রবার রাতে ও শনিবার বিকাল পর্যন্ত ঘটনা এলাকায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
রাণীনগর উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান আলী জানান, উপজেলার বেদগাড়ী এলাকার ১নং স্লুইচ গেট এলাকায় অনুমতি ছাড়াই অবৈধভাবে পুকুর খনন করে সেই মাটি বিভিন্ন ইট ভাটায় সরবরাহ করা হচ্ছে। আর ট্রাক্টরে এবং ড্রাম ট্রাকে মাটি সরবরাহে ট্রাক্টর থেকে পাকা সড়কে মাটি পরে রাস্তা নষ্টসহ চলাচলে পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।
তিনি জানান, ঘটনাস্থলে পুকুর থেকে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ট্রাক্টর জব্দসহ দুই চালককে হাতেনাতে ধরা হয়। এরপর তারা দোষ স্বীকার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে এবং অবৈধভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের দায়ে চালক মুসা (২৮) ও মুন্না (২০) কে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এদিকে শনিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ী আলমগীরকে ২৫ হাজার, ইদুল আলী সরদারকে ২০ হাজার এবং ট্রাক চালক আশিদুল, আশরাফুল ও রনিকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে অনেক ট্রাক্টর চালক ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
বিডি২৪অনলাইন/সি/এমকে