পাবনার চাটমোহরে স্বামীর বাড়ি থেকে ফারজানা খাতুন নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামীর পরিবারের লোকজন বলছেন, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফারজানা খাতুন ওই গ্রামের জনৈক মামুনুর রশিদের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ফারজানা খাতুন শনিবার সকালে তার একমাত্র ছেলেকে গালমন্দ করেন। এ নিয়ে দাম্পত্য অশান্তি সৃষ্টি হয়।
এদিকে বউমাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে তার হদিস করেন ফারজানার শ্বাশুড়ি। এ সময় মামুনের বসতঘরের ভেতরে ঢুকে তিনি দেখতে পান- গলায় ওড়না পেঁচানো ফারজানা আড়ার সঙ্গে ঝুলছেন। এ সময় চিৎকার দিতে থাকেন তিনি।
ফারজানার শ্বাশুড়ির চিৎকারে পড়শিরা ওই বাড়িতে ছুটে আসেন। এরপর তারা সবাই মিলে ফারজানা খাতুনকে নিচে নামায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
চাটমোহর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। থানায় অপমৃ্ত্যু মামলা হয়েছে।
জানা গেছে, মামুনের সঙ্গে ফারজানা খাতুনের ১৩ বছর আগে বিয়ে হয়। নাজমুল নামে ১০ বছরের একটি ছেলে আছে তাদের।
বিডি২৪অনলাইন/সি/এমকে