পঞ্চগড়ে প্রায় ৫ লাখ টাকার মাদকসহ গ্রেফতার-২

পঞ্চগড় প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারী ২০২৪

পঞ্চগড়ে হাজার ৪০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে মাড়েয়া বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতার দুজন- দিনাজপুর কোতয়ালী থানার বিশ্বনাথপুর এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. আব্দুল খালেক হীরা (৩৬) এবং একই এলাকার মৃত কাজলের ছেলে আরিফ (৩০) শনিবার বিকালে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাড়েয়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ২৪০ পাতা টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। সব মিলে পাওয়া হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটের দামল্য চার লাখ ৮০ হাজার টাকা।

বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর