নওগাঁয় কারাগারের হাজতির মৃত্যু

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৪

নওগাঁয় কারাগারে বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতি মারা গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে তাকে অচেতন অবস্থায় হাসপাতালটিত নেওয়া হয়েছিল। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম।

বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত খবির উদ্দিন প্রামাণিকের ছেলে। গত ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন তিনি।

কারাগারের সুপার নজরুল ইসলাম বলেন, রাতেও বাদশাহ স্বাভাবিক অবস্থ্যায় ছিলো। সবার সঙ্গে গল্পে মগ্ন থাকা অবস্থায় রাত ৮টার দিকে অসুস্থবোধ  করেন তিনি। এ সময় তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেললে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর জরুরী বিভাগে অচেতন অবস্থায় বাদশাহর ইসিজি করার পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত্যুটি স্বাভাবিক দাবি করে নজরুল ইসলাম আরো বলেন, এনিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। তাকে জরুরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কমতি ছিলো না। ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর