সাতক্ষীরায় ইটভাঙা মেশিন উল্টে মামুন হোসেন (১৯) নামের এক কলেজছাত্রের প্রাণহানী ঘটেছে । এ দুর্ঘটনায় মেশিনটির চালক রানা নামে একজন আহত হয়েছেন ।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মামুন পড়াশুনার পাশাপাশি দিনমজুর হিসাবে কাজ করতেন।
মামুন হোসেন সদর উপজেলার ঘোনা ইউনিয়নের আজিবর হোসেনের ছেলে। সাতক্ষীরার সীমান্ত ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। রানা একই এলাকার আবুল হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, সকালে ইটভাঙা মেশিনটি বাড়ি থেকে চালিয়ে ভোমরায় ইটভাঙার কাজে যাচ্ছিল রানা ও মামুন। এ সময় মামুন তার পেছনে বসা ছিলেন। পথে বাদামতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান। স্থানীয়রা রানাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মামুনের লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলেও জানান ওসি।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে