দেশে খাদ্যের মজুত ২০ লাখ টন: কৃষিমন্ত্রী

১৯ জানুয়ারী ২০২২

দেশে আগের যে কোনও সময়ের চেয়ে এখন খাদ্যের মজুত বেশি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, ১৭ লাখ টন চালসহ এখন মোট ২০ লাখ টন খাদ্য মজুত আছে দেশে। বুধবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের  এ কথা জানান। রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে  ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনে ডিসিদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব্যে পণ্যের দাম বেড়ে যায়। তাই এ বিষয়ে মনিটরিং বাড়াতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে সম্মেলনে। মঙ্গলবার তিন দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর