চলতি বছরের শুরু থেকেই ইতিবাচক ধারায় রয়েছে রেমিট্যান্স প্রবাহ। গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স আসে ২১০ কোটি মার্কিন ডলার। আর চলতি ফেব্রুয়ারি মাসের ২৪ দিনে ১৬৫ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ ধারা অব্যাহত থাকলে এ মাসেও রেমিট্যান্স দুই কোটি মার্কিন ডলার টপকে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
চলতি মাসের প্রথম ২৪ দিনে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে আসা এ ১৬৫ কোটি মার্কিন ডলারকে দেশীয় মুদ্রায় বিনিময় করলে টাকার পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ১০৭ কোটি টাকা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে থেকে ২৪ দিনে আসা রেমিট্যান্স সংক্রান্ত তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ দিনে দৈনিক গড়ে ৬ কোটি ৮৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে দেশে।
তথ্য বলছে, এ ১৬৪ কোটি ৬১ লাখ ডলারের মধ্যে সবচেয়ে বেশি ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, পরিমাণে ১৪০ কোটি ৪০ লাখ ডলার। এর বাইরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ লাখ মার্কিন ডলার এসেছে।
গতবছরের জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার আর ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। সে তুলনায় চলতি বছরের প্রথম মাসে রেমিট্যান্স বেশি এসেছে দেশে। ফেব্রুয়ারিতেও বেশি আসছে।
এদিকে চলতি মাসের শুরুতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২ হাজার ৫০৯ কোটি ডলার। ২০ ফেব্রুয়ারিতে এসে সেটি দাঁড়ায় ২ হাজার ৫৩২ কোটি ডলারে। ওদিকে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভের পরিমাণ ২ হাজার ২০ কোটি ডলার।
বিডি২৪অনলাইন/ই/এমকে