আলু বোঝাই ট্রলিতে পাথর বোঝাই ট্রাকের ধাক্কা, ট্রলি চালকের প্রাণহানি

লালমনিরহাট প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারী ২০২৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলু বোঝাই ট্রলিতে পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সাপ্টিবাড়ি বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

ট্রলি চালকের নাম ফরিদুল ইসলাম (৩০)। তিনি হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আলু বোঝাই ট্রলিটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে লালমনিরহাটের একটি কোল্ড স্টোরেজে যাচ্ছিলো। পেছন থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি আলু বোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ট্রলটি উল্টে যায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যায়। ট্রলি চালকের সহযোগী দুরে ছিটকে পড়েন।

সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ট্রলিকে ধাক্কা দেওয়া ট্রাকটি কৌশলে পালিয়ে গেছে।

 

বিডি২৪অনলাইন/লাজু মিয়া/সি/এমকে


মন্তব্য
জেলার খবর