বাংলাদেশের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে খেলতে পারছে না হাসারাঙ্গা

নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভাকে। আম্পায়ারের সমালোচনার মাধ্যমে আইসিসির আচরণবিধি অমান্য করায় এ শাস্তি পেয়েছেন তিনি।

এদিকে এ শাস্তির কারণে মার্চে অনুষ্ঠেয় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না হাসারাঙ্গা।

ওদিকে দুই ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি হাসারাঙ্গাকে শাস্তি হিসেবে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ম্যাচ ফি ৫০ শতাংশ। আগের দুই ডিমেরিট পয়েন্ট থাকায় এ নিয়ে মোট পাঁচ ডিমেরিট পয়েন্ট হয় তার। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী দুই টি-টুয়েন্টিতে নিষিদ্ধ হয়েছেন তিনি।

সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নো-বল না দেওয়ায় অন-ফিল্ড আম্পায়ার লিন্ডন হানিব্যালের সঙ্গে তর্কে লিপ্ত হয় হাসারাঙ্গা। পরে  প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।

আগামী ৪ মার্চ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে শ্রীলংকা ক্রিকেট দল।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর