আটঘরিয়ার শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শুরু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারী ২০২৪

পাবনার আটঘরিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষর্ণাথীরা আইসিটি বিষয়ে দক্ষ হয়ে উঠবেন এবং স্বস্ব কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ সোমবার (২৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। বেনবেইজ পরিচালিত এ প্রশিক্ষণ চলছে আটঘরিয়া উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে।

প্রশিক্ষণে সহকারী প্রোগ্রামার হিসেবে একজন এবং মাস্টার ট্রেইনার হিসেবে আছেন তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর