ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারী ২০২৪

নওগাঁর জেলার সীমান্তবর্তী এলাকা ধামইরহাট উপজেলা থেকে ট্যাপান্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫। তার নাম রাহেনুর রহমান রায়হান, তিনি ধামইরহাট উপজেলার পিরলডাঙ্গা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাহেনুর একজন চিহ্নিত মাদক কারবারী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা পাইকারী বিক্রি করতেন তিনি।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-, সিপিসি- এর গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। তারই ধারাবাহিকতায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় সোমবার দুপুর হরিতকিডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশিকালে তার কাছে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর