নওগাঁর জেলার সীমান্তবর্তী এলাকা ধামইরহাট উপজেলা থেকে ট্যাপান্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র্যাব-৫। তার নাম রাহেনুর রহমান রায়হান, তিনি ধামইরহাট উপজেলার পিরলডাঙ্গা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাহেনুর একজন চিহ্নিত মাদক কারবারী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন তিনি।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। তারই ধারাবাহিকতায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় সোমবার দুপুর হরিতকিডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশিকালে তার কাছে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে