গুরুদাসপুরে পুকুর খনন করায় জরিমানা, খননযন্ত্র জব্দ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারী ২০২৪

নাটোরের গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খনন করায় তারেক রহমান নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার একটি এক্সেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গুরুদাসপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল এ আদেশ দেন। তার আগে ঘটনাস্থল উপজেলার মশিন্দা চরপাড়ায় মাঠে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।

এর আগে একইদিন সকালে পুকুর খননের বিরুদ্ধে মানববন্ধন করেন মশিন্দা চরপাড়ার এলাকাবাসী। এরপর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।

সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল বলেন, ফসলি জমিতে পুকুর খননের সুযোগ নেই। পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর