দ্বাদশ সংসদ নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না এলেও এ ভুলের জন্যও খেসারত দিতে হবে তাদের। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আরও বলেছেন, তারা যদি উপজেলা নির্বাচনে না আসে, তাহলে ২৮ তারিখ যেভাবে পালিয়ে গেছে, আবার পালাতে হবে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে নৌকা ছিল, দলের স্বতন্ত্রদেরও এলাউ করা হয়েছে। এবার উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের থেকে বেশি মানুষ অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথমবার নিজের নির্বাচনী এলাকায় নোয়াখালীর আসেন ওবায়দুল কাদের। বাবা-মায়ের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিকাল ঢাকায় ফেরেন এ নেতা।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে