নওগাঁর ধামইরহাটে টাকার বিনিময়ে পর্নোগ্রাফি (অশ্লীল ভিডিও) সরবরাহের সময়ে ৩ জনকে হাতেনাতে আটক করেছে র্যাব-৫। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা- ধামইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের নৃপেন্দ্র নাথ সরকারের ছেলে নিত্য সরকার এবং অপর দুইজন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার বিল্লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে শহিদ হোসেন ও দোগাছি গ্রামের আবু হানিফের ছেলে সিফাত হোসেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল মঙ্গলবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়।
র্যাব আরও জানায়, আটককৃতরা মঙ্গলবাড়ী বাজারে তাদের দোকানের নিজস্ব কম্পিউটারে সংরক্ষণের মাধ্যমে অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ সরবরাহ ব্যবসায় জড়িত। টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ ও কিশোর এবং স্কুলপডুয়া ছাত্রদের কাছে এসব পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতেন। তাদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে