ধামইরহাটে অশ্লীল ভিডিও সরবরাহের সময় ৩ জন হাতেনাতে আটক

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারী ২০২৪

নওগাঁর ধামইরহাটে টাকার বিনিময়ে পর্নোগ্রাফি (অশ্লীল ভিডিও) সরবরাহের সময়ে ৩ জনকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-৫।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা- ধামইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের নৃপেন্দ্র নাথ সরকারের ছেলে নিত্য সরকার এবং অপর দুইজন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার বিল্লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে শহিদ হোসেন দোগাছি গ্রামের আবু হানিফের ছেলে সিফাত হোসেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল মঙ্গলবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান  চালায়।

র‌্যাব আরও জানায়, আটককৃতরা মঙ্গলবাড়ী বাজারে তাদের দোকানের নিজস্ব  কম্পিউটারে সংরক্ষণের মাধ্যমে অশ্লীল সিনেমা গানের ভিডিও ক্লিপ সরবরাহ ব্যবসায় জড়িত। টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ কিশোর এবং স্কুলপডুয়া ছাত্রদের কাছে এসব পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতেন। তাদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর