বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)’ পদক পেয়েছেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের অনুষ্ঠাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে সম্মানজনক এ পদক প্রদান করেন।
কর্মদক্ষতা, সততা, আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় এবং পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ রাশিদুল হককে এ পদক দেওয়া হয়।
এদিকে পদক প্রদানের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
এনিয়ে অনুভূতি প্রকাশকালে এ পুরস্কার প্রদান করায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রেঞ্জ ডিআইজি, রাজশাহীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশিদুল হক। তিনি বলেন, এ পদক নওগাঁ জেলা পুলিশের সব সদস্যের অর্জন। তিনি তার সব সহকর্মীসহ নওগাঁ জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ২২ সালের ২৫ আগষ্ট নওগাঁ জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন। দক্ষ ও বুদ্ধিদীপ্ত এ কর্মকর্তা এ জেলায় দায়িত্ব গ্রহণের পর হতেই জেলা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে আধুনিকায়ন ও অপরাধ দমনে সাফল্য অর্জন করেছে। তার সফলতার মধ্যে উল্লেখযোগ্য- ধানভর্তি ট্রাক ডাকাতি, অটো রাইস মিলে ডাকাতি, গৃহে ডাকাতি, ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাই, ট্রাকভর্তি চাউল ডাকাতি, মাইক্রোবাসে ছিনতাই, নগদ ১৪লক্ষ টাকা ছিনতাই, বদলগাছিতে ১৫/১৬টি দোকানে দস্যুতা, অটোচার্জারচালক হত্যা, মাদ্রাসার ছাত্র হত্যা, ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ক্লু-লেস ও চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুততম সময়ে আসামি শনাক্তসহ গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার।
বিডি২৪অনলাইন/সি/এমকে