কোপাকাবানা সমুদ্রসৈকত বন্ধ

২২ মার্চ ২০২১

ব্রাজিলে করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই ভাইরাসটির লাগাম টেনে ধরতে বন্ধ করে দেয়া হয়েছে রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সমুদ্রসৈকত। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রাসহ অনেকেই।

জেনেইরোর স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ আসত। কেউই সামাজিক দূরত্ব মেনে চলত না। আর তাই সৈকতটি বন্ধ করে দেয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রশাসন।

ব্রাজিলে ৩ লাখ মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে রিওতেই মারা গেছেন ৫০ হাজার। আমি মনে করি, এমন কঠোর পদক্ষেপ আরও অনেক আগেই নেয়া উচিত ছিল।


মন্তব্য
জেলার খবর