প্রাইভাটে কারে বহন হচ্ছিল ৭২ কেজি গাঁজা

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারী ২০২৪

 

নওগাঁর বদলগাছীতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব-, সিপিসি-৩। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) চারমাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ওই প্রাইভেট কারে এ গাঁজা পাওয়া যায়। তবে প্রাইভেট কারের চালক আলমগীর কৌশলে পালিয়ে গেছে।

 বুধবার (২৮ ফেব্রুয়ারি ) নওগাঁ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে কথা জানায় র‌্যাব- জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।

গ্রেপ্তারকৃতের নাম মনির হোসেন (৪২) তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মোসলেমের ছেলে।

মেজর শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব-৫। এ ৭২ কেজি গাঁজা প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকিয়ে বহন করা হচ্ছিল। মনিরকে বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরোও জানান, মনির আলমগীর চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর