অটোরিকশা ও কাভার্ড ভ্যান সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

লালমনিরহাট প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারী ২০২৪

লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশা ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা (২৫) নামে মাস্টার্সের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ দুই যাত্রী।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে কাকিনা ওয়াব্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে  স্থানীয়রা কাভার্ড ভ্যানটির চালককে ধরে কাকিনা ইউনিয়ন পরিষদে সোপর্দ করেছে।

সোহেল রানা একই উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীচর এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার উত্তর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্থানীরা আহতদের চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

স্থানীয়া জানান, ওই অটোরিকশা  কয়েকজন যাত্রী নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। সময় বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ছাত্র নিহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংক্ষাজনক, তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/লাজু মিয়া/সি/এমকে


মন্তব্য
জেলার খবর