সাতক্ষীরার ভাষা সৈনিক শহীদ আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি উঠেছে। এ দাবি বাস্তবায়নে শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির লোকজন মানববন্ধনও করেছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে এ মানববন্ধন হয় । আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি সচ্চিদানন্দ দে সদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানেরর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মাহমুদ হাসান, সমাজকর্মী গৌতম ব্যানার্জি প্রমূখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার কৃতি সন্তান ভাষা সৈনিক আনোয়ার হোসেন আমাদের এলাকার গর্ব। তিনি ভাষা আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তার রক্তে ভাষা আন্দোলনের ইতিহাসের সূচনা হয়েছে। অথচ ৭৪ বছরেও তার কোন রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। তাই আমাদের দাবি শহীদ আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হোক ।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে