প্রায় ১৭৫ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৯ ফেব্রুয়ারী ২০২৪

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে তেল কিনতে বরাদ্দ ধরা হয়েছে ১৭৪ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সভাপতিত্ব করেন বৈঠকে।

একই বৈঠকে ৮৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দে মসুর ডাল এবং ১৬৬ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দে গম কেনার সিদ্ধান্ত হয়েছে। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান এম এস এগ্রো কট ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬৬ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার টাকা।  আর রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড থেকে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে বরাদ্দ রাখা হয়েছে ৮৩ কোটি ১২ লাখ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এ ডাল  ও তেল কেনা হবে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর