ধামইরহাটে ১০১৫ লিটার বাংলা মদসহ আটক-১

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারী ২০২৪

নওগাঁর ধামইরহাটের মুকুন্দুপুর থেকে বাংলা মদসহ অমল চন্দ্র মালি নামের একজনকে আটক করেছে র‌্যাব-৫।  তিনি ওই গ্রামের মৃত নারায়ণ চন্দ্র মালির ছেলে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে তাকে আটক করা হয় র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, অমল চন্দ্র দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে বাংলা মদ উৎপাদন ও বিক্রি করতেন। তার বেশিরভাগ ক্রেতা এলাকার যুবকরা। তাদের ৫০ ১০০ টাকায় ছোট আকারের বোতলে এ মদ বিক্রি করতেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর