মন্তব্য
নওগাঁর ধামইরহাটের মুকুন্দুপুর থেকে বাংলা মদসহ অমল চন্দ্র মালি নামের একজনকে আটক করেছে র্যাব-৫। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ চন্দ্র মালির ছেলে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে তাকে আটক করা হয় র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অমল চন্দ্র দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে বাংলা মদ উৎপাদন ও বিক্রি করতেন। তার বেশিরভাগ ক্রেতা এলাকার যুবকরা। তাদের ৫০ ও ১০০ টাকায় ছোট আকারের বোতলে এ মদ বিক্রি করতেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে