‘বিদিশা’নাটকে নতুন লুকে দেখা যাবে সাবিলাকে

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪

নারী দিবস সামনে রেখে নির্মাণ করা হয়েছে নতুন নাটক বিদিশা। নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় সাবিলা নূর। নাটকে তাকে দেখা যাবে একদম নতুন লুকে।

নাটকে সাবিলাকে দেখা যাবে- গায়ের রঙ খুব কালো। মুখটা ফ্যাকাশে একটা তুরণী। নতুন আঙ্গিকে তাকে দেখে দর্শকেরা চমকে যাবেন!

নাটকটিতে নারীর সংগ্রাম বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার চিত্র ফুঁটিয়ে তোলা। নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, সমু চৌধুরী, এরফান মৃধা শিবলু, অতিথি ইসরাতসহ অনেকে।

‘বিদিশানাটকের গল্প লিখেছেন আবুল বাশার পিয়াস। চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। আগামী মার্চ নারী দিবসে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর